বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না: প্রধান বিচারপতি

প্রকাশ : ২৯ মে ২০১৭, ১২:৩২

সাহস ডেস্ক

নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি করতে মাসদার হোসেন মামলার শুনানিতে আবার রাষ্ট্রপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না।’

সোমবার (২৯ মে) আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশ করতে অ্যাটর্নি জেনারেল আবারও সময় আবেদন করেন। পরে শুনানি শেষে সরকারকে আরো দুই সপ্তাহের সময় দেয় আপিল বিভাগ।

তিনি বলেন, ‘বিচার বিভাগের যত কর্মকর্তাকে ডেপুটেশনে দিয়েছি তাদের যদি প্রত্যাহার করি তাহলে কারও কিছু করার নেই। বিচারকদের ডেপুটেশনে দিয়ে সরকারের সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করতে হাত বাড়িয়ে দিয়েছি। ১৮৯৭ সালের সেকশন ২১ দেখেন।’

১৭ বিচারকের বিদেশ গমন নিয়ে মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের সারকুলার নিয়ে বলতে গিয়ে আদালত বলেন, ‘পত্রিকায় বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে সরকারের দ্বন্দ্ব। আপনার মিনিস্ট্রিকে বলবেন, জেনারেল ক্লজ অ্যাক্টের ২১ পড়তে। সরকারকে বলবেন, যেসব বিচারক প্রেষণে আছেন তারা সরকারি কর্মচারী না।’

গত ২২ মে বিচারিক আদালতে প্রেষণে থাকা ১৭ জন বিচারকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন সুপ্রিম কোর্ট। আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে ১৭ বিচারককে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে। আদেশে হুঁশিয়ার দিয়ে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিচারকেরা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন।

প্রসঙ্গত, প্রেষণে থাকা বিচারকদের বিদেশ সফরে সুপ্রিম কোর্টের পরামর্শের দরকার নেই বলে মন্ত্রণালয় মনে করলেও সুপ্রিম কোর্ট মনে করেন, মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী এটা করতে সরকার বাধ্য। কারণ, সংবিধানের ১০৯ অনুচ্ছেদ ও ১১৬ অনুচ্ছেদে কর্মরত বিচারক ও প্রেষণে থাকা বিচারকের মধ্যে কোন পার্থক্য সৃষ্টি করা হয়নি।

এদিকে, বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশে সময় কেন চাওয়া হচ্ছে প্রধান বিচারপতি জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন ‘গেজেট রাষ্ট্রপতির কাছে আছে’। পরে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা হাসবো না কাঁদবো? … অ্যানিওয়ে, আমি কিছু বলছি না। স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেছে। কিছু ত্রুটি রয়ে গেছে। কিছু অনিয়ম আছে। এগুলো নিয়ে সারাজীবন নয়। আমরা চাচ্ছি একটা সিস্টেমে চলে আসতে।’

এরপর গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ এ আদেশ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত