ঈদে ফাঁকা ঢাকার কঠোর নিরাপত্তা দেবে র‌্যাব

প্রকাশ : ১৫ জুন ২০১৭, ১৭:১৩

সাহস ডেস্ক

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় জনশূন্য হয়ে পড়বে রাজধানী ঢাকা। তাই রাজধানীর প্রায় ১৫ থেকে ২০ লাখ ফাঁকা বাড়ি, অফিস ও বিপনীবিতানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে র‌্যাব।  

আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘ঈদকে সামনে রেখে ইতোমধ্যে নগরীর বিপনীবিতাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস-রেল স্টেশন, ফেরিঘাট, লঞ্চঘাটে র‌্যাবের ক্যাম্প বসানো হয়েছে। নগরীজুড়ে পেট্রোল টিম, মোটরসাইকেল পেট্রোল, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর পেট্রোল বাড়ানো হয়েছে। তারা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত