ময়মনসিংহের ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

প্রকাশ : ১৯ জুন ২০১৭, ১৭:১১

সাহস ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় মো. আব্দুস সালামসহ নয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে আজ সোমবার (১৯ জুন) এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এই ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ট্রাইব্যুনালের আগামী ১০ জুলাই দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি ছিলেন প্রসিকিউটর আবুল কালাম। আর আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার ও মুজাহিদুল ইসলাম শাহীন।

গত ২৯ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছার এই ৯ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

৯ জনের মধ্যে ৬ জন গ্রেপ্তার আসামিরা হলেন – মো. আব্দুস সালাম (৭৫), সুরুজ আলী ফকির (৬২), মো. জয়েন উদ্দিন (৬০), মো. আব্দুর রহিম ওরফে নুরু বিএসসি(৬৭), মো. জালাল উদ্দিন (৫৯) ও মো. রোস্তম আলী(৭০)। আর পলাতক ৩ জন হলেন – শমসের ফকির(৬৬), ফজলুল হক(৫৯) ও সামসুল হক(৭০)।

আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহে ধর্ষণ, অগ্নিসংযোগ, অপহরণ, আটক ও নির্যাতন, হত্যা ও গণহত্যা সহ ৮টি অভিযোগ আনা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত