‘সংশোধিত বাজেট পাস হলে বিএনপির মুখ বন্ধ হয়ে যাবে’

প্রকাশ : ২২ জুন ২০১৭, ১৬:২৮

সাহস ডেস্ক

প্রস্তাবিত বাজেট নিয়ে সৃষ্ট বিতর্ক গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংশোধিত বাজেট পাস হলে তাতে জনগণ খুশি হবে, সেই সঙ্গে বিএনপির মুখও বন্ধ হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় সংসদে বাজেট নিয়ে বিতর্ক হচ্ছে। এই বিতর্ক গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। বিতর্কই হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বিতর্ক না থাকলে গণতন্ত্র কোনোদিনই প্রতিষ্ঠা পায় না এবং গণতন্ত্রের যে বিউটি, সে বিউটি থাকে না। গণতন্ত্রের বিউটিই হচ্ছে বিতর্ক।’

মন্ত্রী বলেন, বাজেটের কিছু কিছু অংশে সংসদ সদস্যদের অনেকে বিরোধিতা করছেন, আবার কোনো কোনো অংশে সবাই বিরোধিতা করছেন। 

যানজট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগের কারো কোনো ধরনের অবহেলা, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। 

মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে তিন শতাধিক আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে বলে সেতুমন্ত্রী জানান। 

পরিদর্শনকালে মন্ত্রী মহাসড়কে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের কাছে গিয়ে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেন। 

এ সময় সড়ক ও জনপথ বিভাগ ছাড়াও জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত