ইফতার মাহফিলের টাকায় পাহাড়ে ত্রাণ বিতরণ

প্রকাশ : ২২ জুন ২০১৭, ১৯:৩২

কক্সবাজার প্রতিনিধি

রমজানের শুরুতেই ঘোষণা ছিল প্রতিবারের মতো জেলার বিশিষ্টজনদের সম্মানে ২১ জুন কক্সবাজার জেলা পুলিশের ইফতার মাহফিল। অনেক অতিথিকে দাওয়াতও দেওয়া হয়। এরই মাঝে ১৩ জুন বৃহত্তর চট্টগ্রামে ঘটে গেল চরম প্রাকৃতিক বিপর্যয়। পাহাড় চাপা ও পানিতে ভেসে মারা গেছেন প্রায় দেড় শতাধিক মানুষ।

তার আগে ৩০ মে ঘূর্ণিঝড় মোরার ছোবলে চরম দুর্গতিতে পড়েছে উপকূলের অসংখ্য মানুষ। তাই সিদ্ধান্ত পাল্টে ফেললেন জেলা পুলিশের কর্মকর্তারা। সিদ্ধান্ত হলো ইফতারের জন্য ব্যয় ধরা টাকায় দুর্গত মানুষকে সহযোগিতা করা হবে। সে ভাবনা থেকেই সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উপকূলীয় গোমাতলীতে ঘূর্ণিঝড় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে ইউনিয়নের পশ্চিম গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হয়ে দুর্গতদের মাঝে ত্রাণ তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান।

এসময় ডিআইজি বলেন, শুধু রাষ্ট্রের আইন তামিল নয়, পুলিশ জনগণের সেবক এটির বহিঃপ্রকাশ আজকের এ ত্রাণ বিতরণ।

গোমাতলীর পানিবন্দি দুর্গত পাঁচশতাধিক মানুষ পুলিশের এ ত্রাণ সহায়তায় ৫ কেজি চাউল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি সেমাই ও এক লিটার ভোজ্য তেল পেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত