গাইবান্ধায় জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা

প্রকাশ : ২৪ জুন ২০১৭, ১৯:০৯

ফরহাদ আকন্দ

গাইবান্ধায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের মার্কেট। দিন যতই ঘনিয়ে আসছে, ততই যেন ঈদের কেনাকাটা বাড়ছে। 

গাইবান্ধা জেলা শহরের ইসলাম প্লাজা, সালিমার সুপার মার্কেট, তরফদার ম্যানশন, পৌর মার্কেট, মিনাবাজার, প্রাণগোবিন্দ প্লাজাসহ সব কয়টি মার্কেটে রয়েছে শেষ মুহূর্তে ক্রেতাদের উপচে পড়া ভীড়। সারা দিন প্রচণ্ড গরম থাকায় দিনের বেলায় ভীড় কম থাকলেও রাতে মার্কেটগুলোতে ক্রেতার উপস্থিতি বেশী।

এবার শাড়ি, জামা-কাপড়, সার্ট-প্যান্ট-পাঞ্জাবী, জুতা-স্যান্ডেলের দোকানে প্রচুর ভীড় লক্ষ করা গেছে। বাদ যায়নি কসমেটিকের দোকানও। দর্জি দোকানগুলোতে এখন প্রচুর কাজ। কাজের চাপে অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছেন তারা।

রেডিমেট কাপড়ের দোকান গুলোতেই গভীর রাত পর্যন্ত বিক্রি চলছে। ঈদের রাত পর্যন্ত এভাবে বিক্রি চলবে বলে বিক্রেতারা আশা করছেন।

গাইবান্ধার বিভিন্ন মার্কেটে ক্রেতার সাথে কথা বলে জানা গেছে, কেনাকাটা বেশ ভালই হচ্ছে। গরমের কারণে সুতি ড্রেসই বেশী কিনছেন সবাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত