জামালপুরে আরও ৮৩টি গ্রাম প্লাবিত

প্রকাশ : ১৫ জুলাই ২০১৭, ১২:৩৭

সাহস ডেস্ক

জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও ৮৩টি গ্রাম। এ নিয়ে মোট প্লাবিত হলো ৪০৩তিনটি গ্রাম। এসব গ্রামের দুই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে ৩৫৪টি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

নব কুমার চৌধুরী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বন্য পরিস্থিতির আরও অবনতি হয়।

বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকৃষি সম্প্রসারণ অফিস এর ট্রেনিং অফিসার আবু হানিফ জানান, বন্যার পানি প্রবেশ করায় জেলার সাতটি উপজেলার ছয় হাজার ২২০ হেক্টর জমির  ফসল তলিয়ে গেছে। এর মধ্যে ৩০৭ হেক্টর আমন জমির বীজতলা, এক হাজার ৬৪ হেক্টর জমির সবজি, ৬৪৪ হেক্টর জমির আউস ধান, চার হাজার ১৯০  হেক্টর জমির পাট ও ১৫ হেক্টর জমির অন্যান্য ফসল রয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মধ্যে এ পর্যন্ত ২৫০ মেট্রিক টন চাল চার লাখ ৭৫ হাজার টাকা ও চার হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত