টাঙ্গাইলে বিএনপির দু’গ্রুপের তাণ্ডব, আটক ১১

প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৮:১০

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ও তাণ্ডবে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় প্রেসক্লাব চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র ছাত্রী ও পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

পুলিশ লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে। এতে পুলিশের দুই সদস্যসহ বিএনপির ৫ নেতা-কর্মী আহত হয়।

ঘটনায় ঢাকা থেকে আসা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভা-সমাবেশে যোগ দিতে পারেনি।

রবিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এই কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ এবং প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, টাঙ্গাইল প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি আয়োজন করে। সকালে তাদের কর্মসূচি শুরু হয়। তবে বিএনপির বিদ্রোহী গ্রুপ প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পদবঞ্চিত বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারে ইট পাটকেল ছুড়ে হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে টাঙ্গাইল প্রেসক্লাবের ও কমিউনিটি সেন্টারের দরজা-জানালা ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। হামলার খবর পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সমাবেশে যোগ দিতে পারেননি।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভুইয়া সাংবাদিকদের বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সহযোগীতায় বিএনপির বিদ্রোহী একটি গ্রুপের নেতাকর্মীরা পরিকল্পিকভাবে হামলা চালায়। আমাদের কর্মসূচি পণ্ড করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত