চাঁপাইনবাবগঞ্জে ৬ লক্ষ ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৭:৫৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া গ্রামে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৯০ হাজার ভারতীয় জাল রুপি ও জাল রুপি তৈরীর সরঞ্জামসহ বাড়ির মালিক আব্দুস সালাম ও মেহেদী হাসান নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম (৫৫) ওই গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে ও মেহেদী হাসান (৪২) রংপুর জেলা সদরের সেন্ট্রাল রোডের মৃত লোকমান মিয়ার ছেলে।

এসময় বাড়ি থেকে উদ্ধার করা হয় জাল রুপি তৈরীর বিভিন্ন সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ১টি ল্যাপটপ, ২টি প্রিন্টার, ৪টি রুপি বানানোর ফ্রেম, কাগজ, রুপি শুকানোর মেশিন, এ কাজে ব্যবহৃত ২টি মেমোরি কার্ড ইত্যাদি।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম সোমবার বিকেল তিনটায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ অভিযানের বিস্তারিত বর্ণনা করেন। 

তিনি বলেন, অভিযানে আব্দুস সালামের বাড়ি থেকে প্রতিটি ২ হাজার মূল্যমানের ২৯৫টি ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। ওই বাড়ি হতে গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত আব্দুস সালামের সহযোগী মেহেদী হাসানকে। উদ্ধার করা হয় জাল রুপি তৈরীর সরঞ্জাম।

তিনি বলেন, পুরো চক্রটিকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত আছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত