ময়মনসিংহে হত্যা মামলার ৫ আসামীর যাবজ্জীবন

প্রকাশ : ২৬ জুলাই ২০১৭, ১৭:২৭

সাহস ডেস্ক

ময়মনসিংহের ফুলপুরে ২৭ বছর আগের চাঞ্চল্যকর তোফাজ্জল হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন।  

মামলার অভিযোগ, ১৯৯৩ সালে ৮ জুলাই রাত সাড়ে ৮টায় ফুলপুরের ঘোঁষগাঁও গ্রামে তোফাজ্জলকে ডেকে নিয়ে যায় আসামিরা। এরপর তাকে হত্যা করে লাশ গুম করা হয়। ঘটনার ১৬ দিন পর নিহত তোফাজ্জলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক আকন্দ একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২৭ বছর পর আজ বুধবার এই মামলার রায় ঘোষণা করেন দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জিব সরকার জানান, তোফাজ্জল হত্যা মামলায় আদালত পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মধ্যে মীর কাশেম নামে এক আসামী মারা গেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত