সোনামসজিদ স্থলবন্দরে আমদানী রপ্তানী বন্ধ

প্রকাশ : ২৯ জুলাই ২০১৭, ১৮:৪৩

ভারতীয় ব্যবসায়ী নেতা শ্রী রামচন্দ্র ঘোষের (৭৫) মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে শনিবার সকাল থেকে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর আমদানী রপ্তানীকার গ্রুপ অফিস সচিব মোখলেসুর রহমান ও সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশন অফিস সচিব একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনামসজিদের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার মহদিপুর স্থলবন্দর এক্সপোটার্স এসোসিয়েশন কোষাধ্যক্ষ ফজলুর রহমানের পাঠানো এক বার্তার বরাত দিয়ে তারা জানান, মহদিপুর স্থলবন্দর এক্সপোটার্স এসোসিয়েশন সভাপতি রাম চন্দ্র ঘোষ কলকাতা এপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার বাংলাদেশ সময় সোয়া ১১টায় মৃত্যুবরণ করেন।

এ সংবাদ পৌঁছার পরপরই উভয় দেশের দুই স্থলবন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে সকাল থেকে সোনামসজিদ বন্দরে ৩টি ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ করে। তবে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও লোড-আনলোড সহ অনান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রামচন্দ্র ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনামসজিদ স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তবে কখন থেকে দুই বন্দরে পূনরায় আমদানী রপ্তানী কার্যক্রম শুরু হবে এ ব্যাপারে শনিবার কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সুত্রগুলি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত