ভূঞাপুরে স্কুলছাত্রীকে বেধড়ক বেত্রাঘাত, হাসপাতালে ভর্তি

প্রকাশ : ০২ আগস্ট ২০১৭, ১২:৫৬

তপু আহম্মেদ

টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষকের বেধড়ক বেত্রাঘাতে নবম শ্রেণির এক স্কুলছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা বুসরা রিশাকে শিক্ষক মামুন এই নির্যাতন চালায়। পরে পুলিশের সহায়তায় নির্যাতনের শিকার ওই ছাত্রীকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্কুল শিক্ষার্থী আনিকা উপজেলার রসুনা গ্রামের খায়রুল আলমের মেয়ে। বেত্রাঘাতকারী শিক্ষক মামুন সেকায়েপ প্রকল্পের আওতায় ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন। 

আহত শিক্ষার্থী আনিকা বুসরা রিশা জানান, বিনা অপরাধে শিক্ষক মামুন বেধরক বেত্রাঘাত করেছে। আমি ছাড়াও আমার সহপাঠিদেরকেও বেত্রাঘাত করে। এতে হাত ও পিঠে বেত্রাঘাতের কারণে ফুলে গেছে। ব্যথায় থাকতে পারছি না।

এসময় আনিকার বাবা খায়রুল আলম জানান, মেয়েটিকে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়েছে। শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতাশ হয়েছি। ওই শিক্ষকের শাস্তি দেওয়া হোক।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) জাহিদুজ্জামান জুয়েল জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের কয়েকস্থানে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন জানান, শিক্ষার্থীকে বেত্রাঘাত করা আইন বর্হিভূত। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত