ঢাবি শিক্ষকের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোট

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৭, ১৫:১৪

সাহস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাহাদাৎ হোসেনকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে চাকরিতে পুনর্বহাল করতেও বলা হয়। 

৮ আগস্ট  (মঙ্গলবার) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে সাহাদাৎ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক ও তাহসিনা তাসনিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

আইনজীবী তাহসিনা তাসনিম বলেন, হাইকোর্টের আজকের রায়ের ফলে সাহাদাৎ হোসেনের পদে ফিরতে আইনগত কোনও বাধা নেই।

প্রসঙ্গত, ২০১৬ সালের জুলাইয়ে সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী তাদের মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ওই বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদৎ হোসাইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। সেই অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৬ মার্চ তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ড. শাহাদৎ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত