রামগতিতে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৭, ১৫:২৪

লক্ষ্মীপুরের রামগতিতে যথাযোগ্য মর্যাদায় ও নানান কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যেগে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস। 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ১৩ আগস্ট আয়োজন করে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা ও উপস্থিত বক্তৃতা।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে বের করা হয় শোক র‌্যালি। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ সহ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত