চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৭, ১৭:০৮

চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ পালিত হয়েছে। 

মঙ্গলবার সকালে শহরের সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু মুক্তমঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মঈনুদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার মোজহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরে শোক র‌্যালি বের করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল ওদুদ,সহ-সভাপতি রুহুল আমিন প্রমুখ।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের এড. আবদুস সামাদ, জাতীয় মহিলা সংস্থার এড. ইয়াসমিন সুলতানা প্রমুখ।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে জেলাব্যাপী বিভিন্ন উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত