বাজি ধরে নদীতে সাঁতার, একদিন পর লাশ উদ্ধার

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৭, ১২:৩৭

তপু আহম্মেদ

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে বাজি ধরে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজের একদিন পর রাজা বাসফৈর (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। রাজা বাসফৈর কুমুদিনী হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী ও মির্জাপুর পৌর এলাকার বাইমহাটি এলাকার বাসিন্দা।

২৯ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যায় নদীর কুমুদিনী হাসপাতাল খেয়া ঘাটের প্রায় এক কিলোমিটার ভাটিতে পাহাড়পুর ব্রিজের নিচে থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

এর আগে ২৮ আগস্ট (সোমবার) বিকাল পাঁচটায় লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় সহকর্মী আকাশ বাসফৈর (২০) এর সঙ্গে দুই লিটার কোমল পানির জন্য বাজি ধরে সাঁতরিয়ে নদী পাড়ি দিতে গিয়ে রাজা বাসফৈর নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।

জানা যায়, খবর পেয়ে মির্জাপুর ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে যান। কিন্তু মির্জাপুরে ডুবুরী দল না থাকায় খবর দিয়ে ময়মসিংহ থেকে ডুবুরী দল এনে রাতেই উদ্ধার তৎপরতা চলানো হয়। মঙ্গলবার সকালেও ডুবুরিরা চেষ্টা চালিয়ে তাকে খুঁজে পেতে ব্যর্থ হন। ওই দিন সন্ধ্যায় কুমুদিনী খেয়াঘাট থেকে এক কিলোমিটার ভাটিতে পাহাড়পুর ব্রিজের নিজে তার লাশ ভেসে উঠে।

পরে কুমুদিনী হাসপাতালের সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত