সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৫

সোহাগ লুৎফুল কবির

সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হয়েছে। আহতদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, বেলকুচি থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, রাজাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুক্তার হাসান, বিএনপি নেতা আলম কমিশনার, ছাত্রদলকর্মী লাবন শেখ ও রুবেল।

বেলকুচি বিএনপির নেতারা জানান, ঈদের আগের দিন জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল করীম খান পাপ্পুর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বেলকুচি উপজেলার তামাই গ্রামে ব্যানার ও পোস্টার লাগানোর সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সমর্থকরা বাঁধা দেয়। এসময় তারা রকিবুল করীম খান পাপ্পুর সমর্থক ভাঙ্গাবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ রুবেলকে পিটিয়ে আহত করে এবং ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে দেয়।

এ ঘটনায় আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে গেলে আমিরুল ইসলাম খান আলীমের সমর্থকরা হামলা চালায়।

এসময় প্রতিনিধি দলের নেতাকর্মীরা পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।

খবর পেয়েপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত