হিলি সীমান্তে চলছে প্রতিমা তৈরির কাজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৯

হিলি প্রতিনিধি

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রেম-প্রীতি ভালোবাসা আর আত্মীয়তার সেতু বন্ধন সূদৃঢ়ভাবে গড়ে ওঠে এই শারদীয় উৎসবের মধ্য দিয়েই। এই আসন্ন সর্বজনীন শারদীয় দুর্গোৎসব প্রধান একটি অংশ জুড়ে আছে প্রতিমাকে ঘিরে। আর তাই দিনে রাত সমান তালে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন প্রতিমা কারিগরেরা।

হিলি সীমান্ত এলাকার বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। তবে এখন বাকি রয়েছে প্রতিমার গায়ে রং তুলির আঁচড়ের কাজ। কারিগররা প্রতিমার গায়ে তুলির শেষ আঁচড়টি দিয়ে চলছেন।

সর্বজনীন শারদীয় দুর্গোৎসবে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকার ২০টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে।

এদিকে সার্বজনীন এই উৎসবকে সফল করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগীতা কামনা করেছেন স্থানীয় পূজা উৎযাপন কমিটি। আর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত