পুরান ঢাকায় একই পরিবারের ৫ জন দগ্ধ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৩

সাহস ডেস্ক

পুরান ঢাকার শ্যামপুর এলাকায় এক বাসায় আগুন লেগে তিন শিশুসহ এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তারা হলেন-  মো. এনায়েত হোসেন (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫) এবং তাদের তিন শিশু সন্তান অ্যানি (৫), হাবিবা (৪) ও জুবায়ের  (২)।

২২ সেপ্টেম্বর (শুক্রবার) ভোর পৌনে ৪টায় শ্যামপুর বালুর মাঠ লাল মাসজিদ এলাকার একটি ভবনের নিচতলায়  অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. ফারহাদুজ্জামান বলেন, বদ্ধ ঘরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটলে পাঁচজন দগ্ধ হয়।  তবে আগুন খুব বেশি ছড়ায়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা নিভিয়ে ফেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, শ্যামপুরে আগুনে দগ্ধ ওই পরিবারের  পাঁচজনকে সকালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

কদমতলী থানার ওসি এম এ জলিল জানান, বিস্ফোরণ ও আগুনের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত