রামগতিতে মা ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

প্রকাশ : ০১ অক্টোবর ২০১৭, ১৪:৫৩

নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চর আলগী এলাকার দুলাল উদ্দিন, ইব্রাহিম উদ্দিন, এরশাদ, আবদুল মোতালেব, হেলাল, রায়হান উদ্দিন এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার সিরাজ উদ্দিন, নূর আলম ও হানিফ।

১ অক্টোবর (রবিবার) সকালে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী এ রায় দেন।

এর আগে ৩০ সেপ্টেম্বর (শনিবার) রাত ১২টা থেকে সকাল পর্যন্ত মৎস্য দপ্তর ও পুলিশ মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের উপস্থিতে অভিযানকালে গজারিয়া এলাকা থেকে ৯ জন জেলে আটক ও ১ হাজার মিটার জাল, নৌকা ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিম, অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। 

উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সরকারের প্রদক্ষেপ বাস্তবায়ন করতে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান বহাল থাকবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ ২২ দিন ইলিশের অভয়াশ্রম এলাকায় সকল মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করছে সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত