চাঁপাইনবাবগঞ্জে ৬ দিনে ৩২৩০ বোতল ফেন্সিডিল আটক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৭, ১২:৫৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সদর উপজেলার ৪নং বেড়িবাঁধ সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮৭৫ বোতল ফেন্সিডিলসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অভিযানটি চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে ৯’বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক এস এম মাহমুদ হাসান বুধবার বেলা ১১টার দিকে জানান, নায়েব সুবেদার কেরামত আলীর নেতৃত্বে বাখের আলী সীমান্ত চৌকি’র একটি টহল দল অভিযানে অংশ নেয়। তারা সীমান্ত পিলার ১৬/৪-এস হতে আনুমানিক ৭ কি.মি বাংলাদেশের ভেতরে পদ্মা নদী থেকে ইঞ্জিনচালিত নৌকাটি আটক করে ও ৮৭৫ বোতল ফেন্সিডিল আটক করে।

জব্দকৃত ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও নৌকা শুল্ক দপ্তরে জমা করার প্রক্রিয়া চলছে বলেও জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদ। এনিয়ে গত ৬ দিনে একই এলাকায় পৃথক ৩টি অভিযানে মোট ৩২৩০ বোতল ফেন্সিডিল ও ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক করল বিজিবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত