পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ৫০ জেলের কারাদণ্ড

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১২:৫৯

সাহস ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪৫০ কেজি মা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আর ওইসব ইলিশ শিকারের অপরাধে আদালত ৫০ জেলের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। এছাড়া ওই অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।

১৫ অক্টোবর (রবিবার) রাত ১০টা থেকে ১৬ অক্টোবর (সোমবার) সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা, মৎস্য অফিসের অফিস সহকারী সেলিম ইসলামসহ কোস্টগার্ড, নৌ-পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, পদ্মা নদীতে ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ইলিশগুলো জব্দ ও জেলেদের আটক করা হয়। অভিযান শেষে জব্দকৃত জাল পদ্মা নদীর পাড়ে পুড়িয়ে বিনিষ্ট করা হয়েছে। এ ছাড়া মা ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত