বিডিআর হত্যা মামলায় হাইকোর্টের রায় ২৬ নভেম্বর

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৭, ১২:২৭

সাহস ডেস্ক

পিলখানা বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তদের আপিলের রায় আগামী ২৬ নভেম্বর ঘোষণা করবেন হাইকোর্ট।

৯ নভেম্বর (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় ঘোষণার তারিখ জানানো হয়।

ঘোষিত তারিখে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এই দিন ১৫২ আসামির মৃত্যুদণ্ড অনুমোদন ও সাজার রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং ৬৯ জনকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলেরও রায় দেবেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদরদপ্তর পিলখানা ট্রাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ২০১৩ সালে এ সংক্রান্ত মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলো নিম্ন আদালত।

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত