লক্ষ্মীপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৭, ১৭:৩৮

নারীর প্রতি সহিসংতা প্রতিরোধ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২৫ নভেম্বর (শনিবার) দুপুরে বেসরকারি এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ এর আয়োজনে শহরের ঝুমুর এলাকা থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাপসা জেলা কার্যালয়ের গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

নারী নেত্রী মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেসরকারি এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ সহকারী প্রোগ্রাম অফিসার আবদুর রশিদ, প্রজেক্ট কো অডিনের্টর জোবেদা বেগম, ইউপি সদস্য রেহানা বেগম, শামছুন নাহার, সাংবাদিক রবিউল ইসলাম খান, পারভিন আক্তার, ওসমান গণি, রাকিব হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ থেকে নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত