আগৈলঝাড়ায় পার্বত্য শান্তি চুক্তি দিবস উদযাপন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী প্রতিনিধি জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকার ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অস্ত্র জমা দিয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এবং বাংলাদেশ সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছর এই দিনটি জাতীয় পর্যায়ে পালিত হয়ে আসছে পার্বত্য শান্তি চুক্তি দিবস হিসেবে। বিশেষ করে আবুল হাসানাত আবদুল্লাহর নিজ বাড়ি বরিশালের আগৈলঝাড়ায় হওয়াতে এই দিনটি একটু বেশী উদ্দীপনার সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পালন করে আসছে।

রবিবার সকালে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ র‌্যালি হয়। এর পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবত, জেলা পরিষদ সদস্য এড. রনজিৎ সমদ্দার, পেয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো. জসীম সরদার, আওয়ামী লীগ সমন্বয়কারী আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, সোয়েব ইমতিয়াজ লিমন, বিপুল দাস, ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত