আজ ডোমার মুক্ত দিবস

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৬:০৬

সাহস ডেস্ক

আজ বুধবার (৬ ডিসেম্বর) নীলফামারীর ডোমার হানাদারমুক্ত দিবস।

৭১’র এদিনে ডোমার উপজেলা শক্রমুক্ত হয়। ০৪ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা বোড়াগাড়ী হাসপাতালের উত্তরদিকে হলদিয়াবন ও বুদলিরপাড় গ্রামে অবস্থান নিয়ে পাক সেনাদের প্রতিহত করতে শুরু করেন। দু’পক্ষের মধ্যে চলে তুমুল সংঘর্ষ। এতে তিন পাক সেনা মারা যান। গুলিবিদ্ধ হয়ে আহত হন দুইজন মুক্তিযোদ্ধা।

৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা যাতে ডোমারে প্রবেশ করতে না পারেন সেজন্য বোড়াগাড়ী ব্রিজটি বোমা মেরে উড়িয়ে দেয় হানাদার বাহিনী। রাতে বোড়াগাড়ীর উত্তরপাড়ায় পাকবাহিনী হামলা চালিয়ে সাত জন নিরীহ মানুষকে হত্যা করে।

ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার মো. শসসের আলী বলেন, ৬ ডিসেম্বর সকালে ডোমার শহরে প্রবেশ করে হানাদার মুক্ত করি। সে সময়ের ৬নম্বর সেক্টর কমান্ডার খাদিমুল বাশারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বিজয় পতাকা উত্তোলন করে ডোমারকে শত্রুমুক্ত ঘোষণা করেন।

সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত