নীলফামারীতে প্রথমবারের মতো ৭ দিনব্যাপী বইমেলা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৭, ১১:৩৯

বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, আমরা সন্তানদের হাতে যদি বই কিনে দেই তা হলে তাদের ভবিষ্যৎ উজ্জল হবে। বই পড়ে কেউ দেউলিয়া হয় না বরং জ্ঞানী হয়। তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে।

শুক্রবার ৮ ডিসেম্বর দুপুরে নীলফামারী শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

“আলো ছড়াতে, আধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি” স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে জেলা পর্যায়ে প্রথমবারের মতো সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে ওই মেলা চলবে। দেশের জাতীয় পর্যায়ের ৫৫টি প্রকাশনা প্রতিষ্ঠান, এছাড়াও বাংলা একাডেমি ও ছয়টি সরকারি প্রতিষ্ঠানসহ আটটি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সংস্কৃতিক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন, গোলাম নবী হাওলাদার প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত