আজ সুন্দরগঞ্জ মুক্ত দিবস

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৭

সাহস ডেস্ক

আজ ১০ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস। এই দিনে পাকবাহিনীকে পরাজিত করে সুন্দরগঞ্জে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলিত হয়। 

মুক্তিযোদ্ধা লায়েক আলী খান মিন্টু জানান, ৬নং কোম্পানি কমান্ডার মফিজুল হক খোকার নেতৃত্বে ফজলার রহমান মাস্টার, আবু বক্কর সিদ্দিক, আঃ ছোবহানসহ কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা ভারতের দারজিলিং এ মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে পাটগ্রাম, কালামাটি, সাহেবগঞ্জ, নাগেরশ্বরী, ভূরুঙ্গামারীতে পাক বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের সঙ্গে সম্মুখ যুদ্ধ করে ৭ই ডিসেম্বর উপজেলার হরিপুর, মাঠেরহাট, চন্ডিপুর, বেলকায় অপারেশন চালিয়ে প্রায় ৩শ রাজাকার আলবদরকে পরাস্ত করে তাদের কাছে থাকা ৩ শতাধিক বিভিন্ন অস্ত্রসহ আত্মসমর্পনে বাধ্য করা হয়। 

৯ ডিসেম্বর পাক বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধে অংশ নিয়ে পাকবাহিনী এবং তাদের দোসরদের পরাস্ত করে রাত ২টার দিকে সুন্দরগঞ্জ হেডকোটারকে সম্পূর্ণ শত্রু মুক্ত করে ১০ ডিসেম্বর ভোরে উপজেলা চত্বরে স্বাধীনতার রক্তিম বিজয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সুন্দরগঞ্জকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। 
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত