নির্বাচন নিয়ে কথা বলার সময় এখনও আসেনি : এরশাদ

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ১৭:২১

সাহস ডেস্ক

জাতীয় নির্বাচন নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের পরে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। 

১০ ডিসেম্বর (রবিবার) দুপুরে রাজধানীর গুলশানে এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট আয়োজিত সংবাদ সম্মেলনে এরশাদ এসব কথা বলেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গে এরশাদ বলেন, আমি ভবিষ্যদ্বাণী করতে পারি না। তারপরও রংপুরে আমাদের দলের, প্রার্থীর যে অবস্থান, তাতে আমরা জিতব।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, দেলোয়ার হোসেন খান, এস এম ফয়সাল চিশতী প্রমুখ।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত