ঢাকায় বিমান চলাচল স্বাভাবিক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৮

সাহস ডেস্ক

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল (রহ.)আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলিদিরিমকে বহনকারী বিশেষ বিমানটি কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়ে। এরপর নিয়মিত ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণের অনুমতি দেয় শাহজালাল কর্তৃপক্ষ। ফলে সকাল সাড়ে ১০টায় পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হতে থাকে দেশের এই প্রধান বিমানবন্দরে।

এর আগে ঘন কুয়াশার কারণে ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ১২টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়। ওই সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন আন্তর্জাতিক রুটের ৮টি ফ্লাইট আটকে পড়ে।

জানা যায়, আটকে থাকা ৮টি আন্তর্জাতিক ফ্লাইটসহ সব ক’টি অভ্যান্তরীণ ফ্লাইট ২০ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টার পর থেকে ঢাকা ত্যাগ করতে শুরু করে। অপরদিকে, আটকে পড়া এসব ফ্লাইটের যাত্রীদেরকে বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে হোটেলে রাখা হয়েছিল। তবে কয়েকটি এয়ারলাইন্সের যাত্রীরা বিমানবন্দরেই অপেক্ষায় ছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার মো. তারিক আহমেদ বলেন, তুরস্কের প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনটি ঢাকা ছাড়ার পর পরই সকাল সাড়ে ১০টায় থেকে ফের প্লেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত