জাপা ছাড়া কোনও দল ক্ষমতায় যেতে পারবে না: এরশাদ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৮, ১৮:২৩

সাহস ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টি কোনো খেলনা না। আমাদের ছাড়া আগামী নির্বাচনে  কোনও দল ক্ষমতায় যেতে পারবে না।

৯ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলটির যৌথসভায় এ কথা  বলেন তিনি।

এরশাদ জানান, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা জাতীয় পার্টির আছে। এটাই তার জীবনের শেষ নির্বাচন। মরার আগে  জাতীয় পার্টিকে ক্ষমতায় তিনি ক্ষমতায় রেখে যেতে চান।  

সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশের অবস্থা ভালো নয়। আমার ধারণা, সামনে অস্থিতিশীল পরিস্থিতির  সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ ও বিএনপির কাছে এ দেশের মানুষ নিরাপদ নয়। শুধু দেশের মানুষ নয়, এরা একদল  আরেক দলের কাছে নিরাপদ নয়। আমাদের কাছে বিএনপি, আওয়ামী লীগ ও দেশের মানুষ সবাই নিরাপদ।’

এ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় পার্টির মহাসমাবেশে পাঁচ লাখ লোকের সমাবেশ করে দলের ক্ষমতার জানান  দিতে হবে বলে মন্তব্য করেন এরশাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদের,  প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জাতীয় পার্টির ঢাকা মহানগর সদস্য ও  সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা, এমপি ফখরুল ইমাম প্রমুখ।
 
সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত