নওগাঁয় প্রশ্নপত্র ফাঁসে জড়িত ২ শিক্ষকসহ গ্রেপ্তার ৭

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৮

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলাসহ বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে নজিপুর পৌরসভা এলাকার আর্শিবাদ ছাত্রাবাস থেকে রবিবারের অনুষ্ঠিতব্য আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর পত্রসহ চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ২ শিক্ষকসহ ৫ ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কোচিং সেন্টারের শিক্ষক আমিনুল ইমলাম (২৯), আনোয়ার হোসেন (৩০), মূলহোতা আল নেয়ামত জাহিদ হাসান (১৫), শিক্ষার্থী প্রভাত কুমার (১৬) ও আব্দুল হাদী (১৮)। প্রশ্নপত্র ফাঁসের আরো দুই হোতা জয়পুরহাট জেলার আক্কেলপুর হাসতা বসন্তপুর এলাকার আব্দুল আজিজের ছেলে শিক্ষার্থী ইসরাফিল সরকার (২০) ও ধামইরহাট উপজেলার আড়ানগর এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে শিক্ষার্থী জহুরুল ইসলাম শহীদকে (২০) তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুর রফিক জানান, চক্রটি দীর্ঘদিন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। এরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে প্রশ্নপত্র সংগ্রহ করে টাকার বিনিময়ে বিক্রি করে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত