বিমান দুর্ঘটনা: আজ ফিরছেন আরও তিনজন

প্রকাশ : ১৬ মার্চ ২০১৮, ১৪:১৮

সাহস ডেস্ক

নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত আরও তিনজনকে দেশে ফেরত আনা হচ্ছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হয়ে আহত এই তিন যাত্রীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা গেছে।

নেপালে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অসিত বরণ সরকার জানান, মেহেদী হাসান, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা এবং মেহেদীর ফুপাত ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি শুক্রবার দুপুরে দেশের উদ্দেশ্যে রওনা হবেন।

কাঠমান্ডু মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়া এই তিনজন নেপালের চিকিৎসকদের ছাড়পত্র পেয়েছেন আগেই। তবে বিমান ভ্রমণ নিয়ে আতঙ্ক তৈরি হওয়ায় তারা সড়ক পথে ফিরতে চাইছিলেন। তবে চিকিৎসকরা শারীরিক অবস্থা বিবেচনা করে তাতে রাজি হননি।

এদিকে দুর্ঘটনায় আহত যাত্রী শাহরিন আহমেদকে ইউএস-বাংলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তিনি এখন ভালো আছেন।
সাহস২৪.কম/রনি/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত