চাঁপাইনবাবগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ও ফলাফল পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৮, ১৩:৫৮

এইচএসসি-সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস, বিতরণ ও সকল বোর্ডের পরীক্ষার ফলাফলে পরিবর্তনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে মো. নুরুজ্জামান ওরফে নিশান (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বিকেল সাড়ে ৫টায় ভোলাহাটের জামবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিশান বড় জামবাড়িয়া গ্রামের মো. কামরুজ্জানের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল-মুরাদ জানান, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটস আ্যাপ এর মত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলমান এইচএসসি, এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার নিকট থেকে ৩টি মোবাইল ফোন সেট, ২৬টি সিম কার্ড ও ২টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত