বাসচাপায় থেঁতলে গেল চালকের পা

প্রকাশ : ২৩ মে ২০১৮, ১৪:০৪

সাহস ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় এবার পিষ্ট হলো ইসমাইল হোসেন (৪৭) নামে অনাবিল পরিবহনের এক বাসচালকের পা। তার অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত ইসমাইল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ট্রাফিক কনস্টেবল কাওসার মিয়া জানান, অনাবিল পরিবহনের চালক ইসমাইল হোসেন সপরিবারে নারায়ণগঞ্জের ভূঁইঘর এলাকায় থাকেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী মোড়ে তার বাস থামিয়ে বাসায় ফিরছিলেন ইসমাইল। রাস্তা পারাপার হওয়ার সময় রাইদা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে পড়ে যান তিনি। এ সময় বেপরোয়া  বাসটি না থেমে ইসমাইলের শরীরের ওপর দিয়েই চলে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে তার বাম পাসহ শরীরের বিভিন্ন স্থান থেঁতলে যায়। স্থানীয়দের সহায়তায় ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসেন কনস্টেবল কাওসার মিয়া।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ঢামেকের জরুরি বিভাগে ইসমাইলের চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।  এ কারণে তাকে হয়তো পঙ্গু হাসপাতালে রেফার করা হতে পারে।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত