ইবিএলের নিরাপত্তাকর্মী হত্যায় গ্রেপ্তার ১

প্রকাশ : ২৩ মে ২০১৮, ১৪:৫৪

সাহস ডেস্ক

ঢাকার সেনানিবাসে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এটিএম বুথের নিরাপত্তাকর্মী নুরুন্নবী হত্যার ঘটনায় রাসেল শেখ (২১) নামের অপর এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ মে) রাতে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেল শেখ (২১) গুলশানের আইকন সিকিউরিটি সার্ভিসে কর্মরত ছিলো।

এ ব্যাপারে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, আইকন সিকিউরিটি সার্ভিসে যোগ দেওয়ার আগে নুরুন্নবীর সঙ্গে গেন্ডাব সিকিউরিটি সার্ভিসে চাকরি করত রাসেল। সে সময় তাদের মধ্যে সমস্যা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। রাসেল হত্যার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এর আগে সোমবার ঢাকার ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের পাশে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একটি এটিএম বুথ থেকে নুরুন্নবীর লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে সেহেরির পর ভোরের দিকের কোনও এক সময় ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করে পুলিশ। তবে বুথের এটিএম মেশিনের ভল্ট থেকে টাকা কোন খোয়া যাওয়ার আলামত পাওয়া যায়নি।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত