শিল্পকারখানা স্থাপনে পরিবেশ সুরক্ষাবিধি মানার নির্দেশ : প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৭:৫৮

সাহস ডেস্ক

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প-কারখানা স্থাপনে কঠোরভাবে পরিবেশ সুরক্ষাবিধি মানা এবং যথাযথ মান বজায় রাখতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (মে ২৭) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং কাউন্সিলের সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শিল্পাঞ্চলগুলোতে পর্যাপ্ত জলাশয় ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা রাখতেও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গ মোকাবিলায় শিল্পাঞ্চলগুলোতে কৃত্রিম বনায়নের তাগিদ দেন শেখ হাসিনা।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন।

বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সংস্থার কার্যক্রম ও বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর একটি উপস্থাপনা পেশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত