হাতিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত আটক

প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৫:৫৫

তাজুল ইসলাম তছলিম

হাতিয়া কোস্টগার্ড বাহিনী অভিযান চালিয়ে ৩ ডাকাতকে আটক করেছে। এসময় তাদের কাছে থাকা ২টি রাইফেল, ৬টি কার্তুজসহ দেশী অস্ত্র ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার সকালে স্থানীয় জাগলার চর থেকে আটককৃত ডাকাতরা হলো- জামাল (৩৭), ইউসুফ (২৬) আহসান উল্লাহ (২৫)।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার হামিদুল ইসলাম জানান, জলদস্যু প্রধান আলাউদ্দিন বাহিনী ও তার সদস্যরা নদীতে জেলেদের নৌকায় চাঁদা দাবী করে আসছে। রবিবার সন্ধ্যায় চাঁদা না দিতে পারায় নৌকায় হামলা করে জাল ও মালামাল লুট করে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৪টায় স্থানীয় জাগলার চরে আলাউদ্দিন বাহিনীর গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানে জলদস্যু প্রধান আলাউদ্দিন বাহিনী পালিয়ে যেতে সক্ষম হলেও অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে। তাদেরকে হাতিয়া থানা সোপর্দ করা হবে বলে তিনি জানান।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত