নওগাঁয় পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রকাশ : ২২ জুন ২০১৮, ১৬:৫৮

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার ও বদলগাছীতে পৃথক ২টি ট্রাক দুর্ঘটনায় এক শিশুসহ দুই আম ব্যবসায়ী নিহত ও আরো ৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাপাহার থানার ওসি শামসুল আলম জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি ধানবাহী ট্রাক সাপাহার উপজেলা সদরের গোডাউন পাড়া এলাকায় আম ব্যবসায়ী আব্দুস সালাম (৩০) ও হিরোকে (২৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আম ব্যবসায়ী হিরো ও সালাম। গুরতর আহত হন চাপা পড়া চার্জার ভ্যানের চালক আতাউর রহমান (৫০)। আহত আতাউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

এদিকে সকাল ১০টার দিকে জেলার বদলগাছী উপজেলার কেল্লামুড়ি গ্রামের মির্জাপুর স্কুলের সামনে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের চাপায় রিক্সাভ্যানের যাত্রী লাব্বাইক (৮) নিহত ও সামিনা খাতুন (৪১), রুবা খাতুন (২২) ও রুপালী বেগম (৩০) মারাত্মকভাবে আহত হযেছেন। আহতদেও বদলগাছী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বদলগাছী থানার ওসি জালাল উদ্দিন জানান, নিহত লাব্বাইক বদলগাছী উপজেলার মকবুল হোসেনের ছেলে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত