রাজধানীতে তিন ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত

প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১৭:০৫

সাহস ডেস্ক

রাজধানীতে মাত্র তিন ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সোমবার (২৩ জুলাই) সারাদিনে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গতকালের চেয়ে মঙ্গলবার (২৪ জুলাই) বেশি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত বজলুর রশীদ জানান, গত ছয় ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুন্ডুতে ১৪২ মিলিমিটার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে সোমবার ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১১০ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত