কেরানীগঞ্জে ফুটপাত থেকে ৩ শতাধিক দোকান উচ্ছেদ

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৬, ১৮:৪৯

সাহস ডেস্ক

কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকার ফুটপাত থেকে প্রায় ৩ শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ আগষ্ট) সকাল ১০টায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান শেষ হয় বিকেল ৩টায়। 

এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন দিলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন।

সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার বলেন, ধীরে ধীরে উপজেলার সব সড়কের ফুটপাত দখলমুক্ত করা হবে। তারই ধারাবাহিকতায় কদমতলী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত