রাষ্ট্রপতির সিদ্ধান্তেই নির্বাচন কমিশন : প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ১০:২০

সাহস ডেস্ক

রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলাপ-আলোচনা করে যেভাবে চাইবেন, সেভাবেই নির্বাচন কমিশন (ইসি) গঠন করবেন। রাষ্ট্রপতি কী করেন সেটি দেখব এবং মেনে নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাতে দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সংসদ নেতার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখি বিএনপি ভোট কারচুপি নিয়ে কথা বলে, নির্বাচন নিয়ে কথা বলে। নির্বাচন কমিশন কীভাবে হবে, সেটি  নিয়েও তারা শলাপরামর্শ দেয়। আমাদের অভিজ্ঞতা আছে। সেই ১৯৭৮ সালের ‘হ্যাঁ-না’ ভোট অথবা রাষ্ট্রপতি নির্বাচন বা ভোট কারচুপি থেকে শুরু করে মাগুরার সেই নির্বাচন। মিরপুরের নির্বাচন ও তার পরবর্তী ঢাকা-১০ আসনের নির্বাচন। প্রত্যেক নির্বাচনের চেহারা আমাদের দেখা আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ১ অক্টোবর নির্বাচনে কীভাবে কারচুপি হয়েছিল সেটিও আমাদের জানা আছে? ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে খেলা তারা খেলতে শুরু করেছিল, কাজেই এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন, তাদের মুখ থেকে অনেক পরামর্শ এখন শোনা যায় বলেও ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘স্পিকার ও রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন। এবং বিএনপি তাদের যে পরিকল্পনা ও মতামত তারা বঙ্গভবনে পৌঁছে দিয়েছেন। রাষ্ট্রপতি আলাপ-আলোচনা করবেন। তিনি যেভাবে চাইবেন, সেভাবেই নির্বাচন কমিশন গঠন করবেন। আমরা মেনে নেব। কারণ আমরা নির্বাচনটা অবাধ হোক, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক সেটিই চাই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত