আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়বে না : মুহিত

প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৬, ১৪:৫০

সাহস ডেস্ক

অনলাই‌নে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর মাত্র দুইদিন বা‌কি র‌য়ে‌ছে। এ সময় বাড়ানোর আর কোনো সু‌যোগ নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মু‌হিত।

সোমবার (২৮ ন‌ভেম্বর) বেলা সোয়া ১২টার দি‌কে অর্থ মন্ত্রণা‌ল‌য়ে অনলাই‌নে আয়কর রিটার্ন জমা ‌দেওয়ার সময় তি‌নি এ কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, অনলাই‌নে ২০১৬-১৭ অর্থ বছ‌রের জন্য ২ লাখ ১২ হাজার ৬০০ টাকা আয়কর ‌রিটার্ণ জমা দিয়ে‌ছি। এর আ‌গের অর্থবছ‌রে ১ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা জমা দেওয়া হ‌য়ে‌ছে। নয় বছর আ‌গে আমার নিট সম্পদ ছি‌ল ১ কো‌টি ৯৮ লাখ টাকা। বর্তমা‌নে সেটা বে‌ড়ে দাঁ‌ড়ি‌য়ে‌ছে ৩ কো‌টি ২ লাখ টাক‌া।

মন্ত্রী ব‌লেন, বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শে এভা‌বেই অনলাই‌নে আয়কর রিটার্ন জমা দেওয়া হয়। সেখা‌নেও এক‌টি নির্দিষ্ট সময় দেওয়া হয়। ওই সম‌য়ের ম‌ধ্যে সবাই জমা দেন।

মু‌হিত ব‌লেন, এখন থে‌কে আশা করি ট্যাক্স ডে না‌মে এক‌টি দিন থাক‌বে, সেই দি‌নেই দে‌শের জনগণ আয়কর দে‌বেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত