‘২ মাসের মধ্যে এলপিজির দাম নির্ধারণ’

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৯

সাহস ডেস্ক

বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামী দুই মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজি গ্যাসের দাম বেঁধে দেওয়া হবে। এ বিষয়ে বাজার নিয়ন্ত্রণের জন্যে সরকার একটি নীতিমালা তৈরি করছে যা এক থেকে দু’মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।

২৬ ফেব্রুয়ারি (রবিবার) রাজধানীর কুড়িল বিশ্ব রোডের বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪নং হলে দু’দিনের ৪র্থ এশিয়ান এলপিজি সম্মেলন-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক এলপিজি এসোসিয়েশন, অল ইভেন্ট গ্রুপ-সিঙ্গাপুর ও বাংলাদেশের গ্লোবাল ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড যৌথভাবে দু’দিনের এ সম্মেলনের আয়োজন করে।

বিপু বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে, বাজারে স্থিতিশীলতা রক্ষা করে ভোক্তা সাধারণকে নিরাপদ এলপিজি সরবরাহ করা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বিস্ফোরক অধিদপ্তরের কাঠামো দুর্বল। এটাকে আরও সবল করার চেষ্টা করা হচ্ছে।

এলপিজির দাম প্রসঙ্গে জ্বালানী প্রতিমন্ত্রী আর বলেন, ১২ থেকে সাড়ে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাসের দাম বাংলাদেশের বাজারে ১১০০ থেকে সাড়ে ১১০০ টাকা। আমাদের গভীর সমুদ্রে টার্মিনাল থাকলে এলপিজি গ্যাসের দাম ৩০ ভাগ কমানো সম্ভব হত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বাংলাদেশ এলপিজি গ্যাস এসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান, ওয়ার্ড এলপিজি এসোসিয়েশনের ডাইরেক্টর ডেভিট টেলর এবং ওমেরা প্যাট্রোলিয়াম লিমিটেডের তানজিম চৌধুরী। সম্মেলনে ২০টি দেশের ১০০ জনের মত প্রতিনিধি অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত