ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৮:৪৫

সাহস ডেস্ক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন।

ডিএসইর তথ্যমতে, সূচক উঠানামার মধ্যে দিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে সূচক বেড়েছে ২২ পয়েন্ট। প্রধান সূচক বা ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২২.৫২ পয়েন্ট বেড়ে ৫৭৯৮.১২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.১৭ পয়েন্ট বেড়ে ২১২৫.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ১.৪০ পয়েন্ট বেড়ে ১৩১২.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৮২ টির,কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টি কোম্পানির শেয়ার।

ডিএসইতে ৩৩০ টি কোম্পানির ১৮ কোটি ৬ লাখ ২৫ হাজার ৬৮ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬৩১ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ৫৯৬ টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো: ইফাদ অটোস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, ফু-ওয়াং ফুড, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সিমটেক্স, সাইফ পাওয়ার ও প্রাইম ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পেনিনসুলা চিটাগং, ফু-ওয়াং ফুড, প্রগতী ইন্সুরেন্স, আমরা টেকনোলজি, তাক্কাফুল ইন্সুরেন্স, সিএনএ টেক্স, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স, সাফকো স্পিনিং, বিডি কম ও সিমটেক্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পিপলস ইন্সুরেন্স, বিডি ফাইন্যান্স, প্রাইম লাইফ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মি.ফা., ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, সেন্ট্রাল ইন্সুরেন্স, এ্যাপেক্স স্পিনিং, গ্লোবাল ইনসুরেন্স, হাক্কানী পাল্প ও কে এন্ড কিউ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত