ঈদের ছুটি শেষে চালু হলো আখাউড়া স্থলবন্দর

প্রকাশ : ০৯ জুলাই ২০১৬, ১৩:২৬

সাহস ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ছয় দিন বন্ধের পর শনিবার (৯ জুলাই) থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

ঈদ উপলক্ষে গত ৩ জুলাই থেকে শুক্রবার পর্যন্ত ছয়দিনের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এ সময় বিশেষ ব্যবস্থায় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার (৯ জুলাই) সকাল থেকে আমদানি-রপ্তানি শুরু হয়।

এ বন্দর দিয়ে প্রতিদিন  ভারতের  সাতটি রাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অর্ধশতাধিক পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত