বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় এগোলো বাংলাদেশ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:১১

সাহস ডেস্ক

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০৬তম।

২০১৫-১৬ সালে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭। বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) প্রতিবছর এই প্রতিবেদন প্রকাশ করে থাকে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)  এই প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশ সম্পর্কে এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সিপিডি।

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এ বছর প্রথম অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড, দ্বিতীয়তে সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। জার্মানিকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে নেদারল্যান্ড। জার্মানির অবস্থান পঞ্চমে।

এছাড়া ৬ষ্ঠ,৭ম, ৮ম, ৯ম এবং ১০ অবস্থানে রয়েছে যথাক্রমে সুইডেন, যুক্তরাজ্য, জাপান, হংকং এবং ফিনল্যান্ড। এদের মধ্যে ২০১৫-১৬ যুক্তরাজ্যের অবস্থান ছিল ১০ম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৫৫ থেকে উন্নত হয়ে ৩৯ হয়েছে। এছাড়া শ্রীলংকা, ভুটান, নেপাল ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৭১, ৯৭, ৯৮ ও ১২২তম স্থানে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত