রামগতি বি বি কে হাই স্কুলের পুনর্মিলনী শনিবার

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৪

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, হাজারও সফল মানুষ তৈরীর বাতিঘর রামগতি বি বি কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জাকজমকপূর্ণ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।   

বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ আগামী ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখে একত্রিত হয়ে সারাদিনব্যাপী র‌্যালি, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি উৎসব(ফায়ারওয়াশ) এবং শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীকে আর্থিক অনুদানসহ আনন্দঘন অনুষ্ঠানমালার মাধ্যমে দিনটিকে উদযাপন করবে। এ উপলক্ষে একটি তথ্যবহুল, নান্দনিক প্রকাশনা “৮৩’র জানালায় রোধ” বের করা হবে।

ভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিনটিকে উদযাপন করবে। সারাদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধন, স্মৃতিচারণ ও আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, শিক্ষক সম্মাননা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি উৎসব। উপলক্ষে বিদ্যালয়ের তথ্যবহুল, নান্দনিক প্রকাশনা “৮৩’র জানালায় রোধ” বের হবে।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষন হিসাবে থাকছেন এন্ড্রু কিশোর। এছাড়াও থাকছেন রেশমা সুইটি, তানজিনা রুমা, মিঠু এবং বৈশাখী টেলিভিশনের উপস্থাপক লতিফুল মতিন মিঠুসহ আরো অনেকে।

রামগতি বি বি কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। রাত পোহালেই মধুর মিলন মেলা, আপন অঙিনায় আরেকবার আপন মানুষগুলো।

রামগতি বি বি কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে এলাকার সর্বত্র খুশির আমেজ বিরাজ করছে। দীর্ঘ বছর পর প্রিয় প্রাঙ্গণে পুনর্মিলনীর আয়োজন হওয়ায় শিক্ষার্থীদের মাঝেও বিরাজ করছে অন্যরকম অনুভূতি। 

উল্লেখ্য: লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী রামগতি বি বি কে (বানী, ভবানী, কামেশ্বরী) পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়, ১৯৩৩ সালে ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বর্গীয় ভবানী চরন সাহা’র প্রতিষ্ঠিত অত্র বিদ্যালয়টি রামগতি দক্ষিণ অঞ্চলের অবহেলীত মানুষের পড়াশুনা করার বিরাট সুযোগ করে দিয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত