মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে

প্রকাশ : ১২ মে ২০১৭, ১০:৫৮

সাহস ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম পর্ব মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড সংশ্লিষ্ট কলেজকে গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions/regicard) লিংকে প্রবেশ করে কলেজ লগইন-এ ক্লিক করে কলেজ প্রোফাইলের নোটিফিকেশন লিংক থেকে প্রাপ্ত ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাবে।

এদিকে, প্রথম পর্ব মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন কার্ড ১৫ মে থেকে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত