ঢাবি সিনেট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

প্রকাশ : ২২ মে ২০১৭, ১২:৪৬

সাহস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন শুরু হয়েছে। আজ সোমবার(২২মে) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে  শিক্ষকদের ভোট গ্রহণ শুরু হয়, তা দুপুর ১ টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক কামাল উদ্দীন বলেন, সিনেটে শিক্ষকদের ৩৫জন প্রতিনিধি নির্বাচনে ৬৯জন প্রার্থী। ১ হাজার ৫৯০ শিক্ষকের ভোটের মধ্যামে ৩৫জন্য শিক্ষক নির্বাচিত হবেন।
এতে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দল ৩৪ সদস্যের প্যানেল নিয়ে এবং বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল ৩৫ জনের পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছেন শিক্ষকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত